• ad-5
    হোমিওপ্যাথি বিডি.কম ওয়েব সাইটে আপনি কি নতুন ? তা হলে এখানে ক্লিক করুন । হোমিওপ্যাথি বিডি.কম সাইট থেকে উপাজিত অর্থের এক অংশ গরীব দূঃখীদের জন্য ব্যায় করা হয় । একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।

হোমিওপ্যাথি চিকিৎসা

এই পোষ্টটি সংরক্ষণ করা অথবা পরে পড়ার জন্য নিচের Save to Facebook বাটনে ক্লিক করুন ।

স্যামুয়েল হ্যানিম্যান ১৭৯০ খ্রীষ্টাব্দে হোমিওপ্যাথিক প্রথম ঔষধ চায়না আবিষ্কার করেন। ডাঃ কালেনের মেটিরিয়া মেডিকা অনুবাদ করার সময় তিনি লক্ষ করেন যে সিনকোনার রস একটু বেশী মাত্রায় খেলে কম্প দিয়ে জ্বর হয় । তখন তিনি নিজে উক্ত রস খেয়ে দেখেন ও পরিবারের অন্যান্য সদস্যদের ও বন্ধুবান্ধব দের খাওয়ান। দেখেন সবারই কম্প দিয়ে

জ্বর আসচ্ছে ও অন্যান্য কিছু লক্ষন দেখা দিচ্ছে। তিনি উক্ত লক্ষন সমুহ লিপিব্দ্ধ করে রাখেন এবং পরে ঐ রকম লক্ষন যুক্ত কোনো রোগী এলে তাকে সল্প মাত্রার উক্ত সিনকোনার রস খাইয়ে দেখলেন তার ঐ কম্পদিয়ে আসা জ্বর সেরে গেছে ও অন্যান্য লক্ষন গুলিও চলে গেছে। এই সূত্র ধরে তিনি তাঁর জীবিত কাল অবধি ৯৯টা ঔষধ পরীক্ষা করেন। ১৮১০ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন প্রথম সংস্করন লেখেন। ১৮১৮ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন দ্বীতিয় সংস্করন লেখেন। ১৮২৪ খ্রীষ্টাব্দে তৃতীয় সংস্করন লেখেন। ১৮২৯ খ্রীষ্টাব্দে চতুর্থ সংস্করন লেখেন। ১৮৩৩ খ্রীষ্টাব্দে পঞ্চম সংস্করন লেখেন। ১৮৪২ খ্রীষ্টাব্দে ষষ্ট সংস্করন লেখেন। এইটিই তাঁর শেষ অবদান।এবং তিনি বলেন পূর্নাঙ্গের পথে হোমিওপ্যাথি।

 

ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

-
namaj.info bd news update 24 short film bd _Add
.

নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! ফোন : 01951 53 53 53 ( BD Time 10AM - 5PM )
হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।
হোমিওপ্যাথি বিডি.কম ওয়েবসাইটের প্রকাশিত কোনও লেখা, সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।