ছেলে বা মেয়ে সন্তান চাইলে যেটা করা প্রয়োজন
অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও, ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করা যেতে পারে।
মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে।
প্রথমে দেখা যাক ওভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে এক দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র ২৪ ঘণ্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে।
এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেলো। এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। x ক্রোমোজোমধারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে, আর Y ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে। Y শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী। তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। X শুক্রাণু বেশ বড় এবং ধীরগতির, কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে।
এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করনীয় কি। ছেলে সন্তান চাইলে Y শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীর যে দিন ডিম্বপাত হচ্ছে সে দিনেই মিলিত হওয়াটা জরুরি। নয়তো শুক্রানুটি আর কার্যকরী থাকবে না।
আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হবার আগেই সব Y শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে X শুক্রাণুগুলো। ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
[ ভাল লাগলে পোস্ট টি অবশ্যই কমেন্ট বা শেয়ার করুন , শেয়ার বা কমেন্ট দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই শেয়ার করুন । ]
কিন্তু ডিম্বপাত কবে হবে, তা কিভাবে বুঝব?
dimbo pat er tiime/
ডিম্বপাত কবে হবে তা কি ভাবে জানবো?
It is important that when will be dimbopat?
Dimbo pat jinista ki ? Ektu bujhiye bolben ?
It is important that when will be dimbopat
SO NICE AND THAT IS GOOD FOR EVERY BODY
What is dimbopat?When will be dimbopat? Please give me description.
ডিম্বাণু বলতে জীবের স্ত্রীজননকোষ বুঝানো হয় । মাসিকের সময় ১৪±২ তম দিনে ডিম্বাশয় হতে ডিম্বাণু বের হয়ে জরায়ু তে আসাকে ডিম্বপাত বুঝায়। ডিম্বপাত হওয়ার সময়, তলপেটে তীক্ষ্ণ বেথা অনুভব করতে পারেন, গায়ের তাপমাত্রা বেরে যেতে পারে এবং কিছু পরিমান স্রাব লক্ষ করতে পারেন। তবে কোন নিশ্চিত লক্ষণ নেই। অনুমান করা যায় মাসিকের দুই সপ্তাহ পর ডিম্বপাত হয়ে থাকে।
Thank You এই টা বলার জন্যে
Valo bes valo……
Doya Kore ki janaben ki vabe lomba hoya jay
আমি ছেলে নিতে চাই মাসিকের দিন থেকে 14 দিনের মাথায় সহবাস করব একটু যদি বুঝিয়ে বলেদেন তাহলে খুব ভাল হয়।
accurate time for getting a girl child
ছেলে সন্তান চাইলে কি স্ত্রীর অরগ্যাজম আগে আর পুরুষের অরগ্যাজম পরে হতে হবে?
পুত্র সন্তান এর জন্য কি স্ত্রীর অরগ্যাজম আগে এবং পুরুষের অরগ্যাজম পরে হতে হবে?
আমি ছেলে নিতে চাই, মাসিকের দিন থেকে ১৪ দিনের মাথায় সহবাস করব একটু যদি বুঝিয়ে বলেদেন তাহলে ভাল হয়ে।
thanks
ছেলে নিতে হলে কি করতে হবে ?
মানে মাসিক হবার ২সপ্তাহ/১৪দিন পর সহবাস করলে xyহবে
ডিম্বপাত কখন হয়? মাসিক শুরু হওয়ার পর থেকে ১৪+_২ তম দিনে না মাসিক ক্লিয়ার হওয়ার ১৪+- দিনে? একটু ক্লিয়ার করবেন কি?
ভালো লেগেছে।