চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান Leave a reply 1. কোলেস্টেরল এক ধরনের- পলিমার এমিনো এসিড জৈব এসিড অসম্পৃক্ত এলকোহল 2. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো- এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয় ইনসুলিনের অভাবে এ রোগ হয় এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায় 3. এনজিওপ্লাস্টি হচ্ছে- হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া 4. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? সব ধরনের মশা সেভিং সোপ এডিস কিউলেক্র 5. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ? ট্রিপসিন রেনিন এমাইলেজ পেপসিন 6. সুষম খাদ্যের উপাদান কয়টি? ৫ টি ৬ টি ৮ টি ৪ টি 7. চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন-কে ভিটামিন-বি কমপ্লেক্স ভিটামিন-ই ভিটামিন-এ 8. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? ইউরিয়ার নাইট্রোজেনের ফসফরাসের পটাসিয়ামের 9. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? ২০ ইঞ্চি(প্রায়) ১৫ ইঞ্চি(প্রায়) ১৭ ইঞ্চি(প্রায়) ১৮ ইঞ্চি(প্রায়) 10. ক্যান্সার রোগের কারণ কী? কোষের অস্বাভাবিক বৃদ্ধি জমাট বাঁধা কোষের অস্বাভাবিক মৃত্যু কোষের অস্বাভাবিক বৃদ্ধি ওপরের সবগুলো 11. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? পিটুইটারী গ্লান্ড হতে লিভার হতে প্যানক্রিয়াস হতে অগ্ন্যাশয় হতে 12. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ? আলট্রা-ভ্যায়োলেট রশ্মি গামারশ্মি বিটা রশ্মি আলফা রশ্মি 13. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? ২৬ জোড়া ২৫ জোড়া ২৩ জোড়া ২৪জোড়া 14. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে- নেলী শেলী ডলি মলি 15. নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের- যকৃত কিডনি প্লীহা ফুসফুস 16. হাড় ও দাঁত কে মজবুত করে- আয়োডিন ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস 17. স্যালিক এসিড- আঙ্গুরে পাওয়া যায় আমলকীতে পাওয়া যায় কোনটিই নয় কমলালেবুতে পাওয়া যায় 18. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়- নীল আলোতে লাল আলোতে বেগুনি আলোতে সবুজ আলোতে 19. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি-২ ভিটামিন কে 20. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ? মাস্ট সেল থাইমাস নেফ্রেন নিউরন 21. পানিতে সহনীয় মাত্রার আর্সেনিকের পরিমাণ 0.01 mg/l 0.02 mg/l 0.10 mg/l 0.03 mg/l 22. দুধ কে টক করে? ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া 23. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে – কীটপতঙ্গের সাহায্যে বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে ফুলে ফুলে সংস্পর্শে 24. কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই? আনারস ডাল দুধ মাছ 25. সরদি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন – কে ভিটামিন – সি ভিটামিন – ই ভিটামিন – বি১২ 26. শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোন টি? ব্যাঙ কবুতর হাঙ্গর কোনটিই নয় 27. মানুষের চোখের রং নির্ভর করে কিসের ওপর? কর্নিয়ার ওপর কোরয়েডের ওপর আইরিশের ওপর রেটিনার ওপর 28. অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে কী বলে? হাইড্রোথেরাপি রেডিওথেরাপি আলট্রাথেরাপি কেমোথেরাপি 29. কচু শাকে কোন উপাদান বেশী থাকে? ক্যালসিয়াম ভিটামিন আয়োডিন লৌহ 30. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে – এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ও গ্লুকোজ অক্সিজেন ও রক্তের আমিষ ইউরিয়া ও গ্লুকোজ 31. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ? জামরুল পেঁপে কলা পেয়ারা 32. ইউরিয়া সারের কাঁচামাল ়া ক্লিংকার মিথেন গ্যাস অপরিশোধিত তেল এমোনিয়া 33. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো – ইরি ৩ ইরি ২০ ইরি ৮ ইরি ১ 34. মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায়? ১০ ১২ ১৩ ১১ 35. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- নিওক্লিওপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়াস ক্রোমোসোম 36. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? ৩০৬ ২০৬ ৫০৬ ৪০৬ 37. সুষম খাদ্যে শর্করা আমিষ চর্বি জাতীয় খাদ্যের অনুপাত ৬:৪:১ ৪:১:১ ৩:৩:১ ৫:৩:১ 38. প্রজাতির সংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ পর্বের একটি প্রাণী হলো_ তারামাছ মানুষ অ্যামিবা চিংড়ি 39. সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার্য? স্নেহ আমিষ খনিজ লবণ ভিটামিন 40. ‘সোয়াইন ফ্লু’ কোন প্রাণী থেকে দ্রুত সংক্রমিত হয়? হাঁস-মুরগি শূকর গরু কুকুর 41. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? এনড্রোজেন এস্ট্রোজেন থাইরক্সিন ইনসুলিন 42. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়- নতুন পরমাণু তৈরিতে কিডনীর পাথর গলাতে গলগণ্ড রোগ নির্ণয়ে পিত্ত পাথর গলাতে 43. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে- ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ পাশাপাশি দুটো দাঁতের দাগ 44. Natural protein এর কোড নাম – Protien – P49 protein – P53 Protien – P51 Protien – P54 45. অক্সা্লিক এসিড পাওয়া যায় আমলকিতে লেবুতে তেতুলে বাঁধাকপিতে 46. ডালে কোন খাদ্যোপাদান বেশি থাকে? তেল শ্বেতসার খনিজ লবন আমিষ 47. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? ভিটামিন ‘বি’ ভিটামিন ‘ডি’ ভিটামিন ‘কে’ ভিটামিন ‘এ’ 48. আদিকোষ কোনটি? অ্যামিবা ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস ও অ্যামিবা 49. প্রোটিন ফ্যাক্টরী বলা হয় কোনটিকে? রাইবোজোমকে ক্রোমোজোমকে লাইসোজোমকে মাইটোকন্ড্রিয়াকে 50. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে Loading …