চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান ২ Leave a reply 1. একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল? হিমোগ্লোবিন শর্করা কোলেস্টেরল ইউরিক এসিড 2. প্লেগ রোগের কারণ কোন ব্যাকটেরিয়া ? Plagia tropica Yersenia pestis Plagie vincenna Yersenia pidinna 3. নিচের কোন রোগটি ভাইরাসের কারনে হয়ে থাকে? Plague Rabies Pertusis Leishmaniasis 4. ভায়াগ্রা কী? সাড়া জাগানো চলচ্চিত্রের নাম নতুন একটি ওষুধ একটি জলপ্রপাত নতুন জাহাজের নাম 5. পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ ভিটামিন B৩ ভিটামিন B১ ভিটামিন K 6. টিটেনি হয় কোন ভিটামিনের অভাবে? B1 আয়োডিন A ক্যালসিয়াম 7. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B1 ভিটামিন C ভিটামিন A ভিটামিন D 8. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল – ফ্রুক্টোজ গ্লুকোজ গ্লাইকোজেন সুক্রোজ 9. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে – জেনেটিক্স বায়োলজী জুওলজী ইভোলিউশন 10. কোন খাদ্যে প্রোটিন বেশি ? ভাত গরুর মাংস মসুর ডাল ময়দা 11. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ? অড়হর খেসারী ছোলা মটর 12. প্রথম টেস্ট টিউব শিশু কবে জন্মগ্রহণ করে? জুন, ১৯৭৮ জানুয়ারী, ১৯৭৭ আগস্ট, ১৯৭৯ জুলাই, ১৯৭৮ 13. মাছির পা কয়টি_____? ৬ ১০ ৮ ৪ 14. যক্ষা রোগের জীবাণু কে আবিস্কার করেন? উইলহেল্ম রন্টজেন রবার্ট কচ আলেক্সান্ডার ফ্লেমিং ফার্দিনান্দ কন 15. কোনটি পানিবাহিত রোগ? আমাশয় ম্যালেরিয়া জ্বর যক্ষ্মা 16. কোনটি বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য মারাত্মক দুর্যোগ? কালবৈশাখী খরা জলোচ্ছ্বাস টর্নেডো 17. ভিটামিন-ই এর কাজ কি? দেহ বৃদ্ধিতে সহায়তা করে প্রজননে সহায়তা করে রক্ত জমাট বাধাকে দ্রুত দূরীভূত করে হৃদরোগ প্রতিরোধ করে 18. ক্যাস্টার অয়েল বলা হয় – পামওয়েলকে বাদাম তেলকে রেড়ির তেলকে সয়াবিন তেলকে Loading …