মানবদেহ Leave a reply 1. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে- ২৫ জোড়া ২০ জোড়া ২৪ জোড়া ২৩ জোড়া 2. রক্তে হিমোগ্লোবিনের কাজ – উল্লেখিত সবকয়টিই রোগ প্রতিরোধ করা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা অক্সিজেন পরিবহন করা 3. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের- এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে এক-তৃতীয়াংশ বেড়ে গেলে এক-তৃতীয়াংশ বেড়ে গেলে অর্ধেক ধ্বংস হয়ে গেলে 4. অক্সিন হচ্ছে এক প্রকার হরমোন এসিড এনজাইম A+C 5. কোনটি এ্যান্টিবায়োটিক ইথিলিন ইনসুলিন পেনিসিলিন পেপসিন 6. জন্ডিসে আক্রান্ত হয় – কিডনি পাকস্থলী হৃৎপিণ্ড যকৃত 7. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে? ট্রিপসিন টায়ালিন পেপসিন অ্যামাইলেড 8. ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন? স্নায়ুর গতি শিরার স্পন্দন ধমনির স্পন্দন হুৎপিণ্ডের স্পন্দন 9. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী? ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা 10. কোনটি রক্তের কাজ নহে? হরমোন বিতরণ করা ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা জারক রস বিতরণ করা কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা 11. নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়? মাইনর কেলিস নেফ্রন মেজর কেলিস গ্লোমেরুলাস 12. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে শিরার ভেতর দিয়ে কোষের ভেতর দিয়ে স্নায়ুর ভেতর দিয়ে 13. টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে? নিতম্বে পায়ে হাতে মেরুদণ্ডে 14. সেলসিয়াস স্কেলে মানব-দেহের তাপমাত্রা কত? ৩৬.৯ ৩৭.৯ ৯৮.৪ ৯৭.৪ 15. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন ডাই-অক্সাইড নাইট্রিক অক্সাইড সালফার ডাই-অক্সাইড কার্বন মনোক্সাইড 16. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? ইনসুলিন এমিনো এসিড পোলিক এসিড পেনিসিলিন 17. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- কার্ডিওগ্রাফ স্ফিগমোম্যানোমিটার স্টেথস্কোপ ইস্কোকার্ডিওগ্রাফ 18. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? মুরগির মাংস বেলে মাছ খাসির মাংস পালং শাক 19. মানুষের রক্তের pH কত? 7.2 7.6 7.4 7.8 20. জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়? এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম কোনটিই নয় পেরিমেট্রিয়াম 21. প্রোটিনের অভাবে মানুষের কোন রোগ হয়? রিকেট কোয়াশিয়রকর ডিপথেরিয়া বেরিবেরি 22. মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? প্লীহা যকৃত এন্ড্রোক্রাইন অগ্ন্যাশয় 23. E-49 কি? সফটওয়্যার আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটিও নয় প্রোটিন 24. মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার টিবিয়া হিউমেরাস ফিবুলা 25. দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে_ অনুচক্রিকা শ্বেতকণিকা লোহিত কণিকা রক্তরস 26. মধ্যকর্ণের অংশ নয় কোনটি ? ইনকাস স্টেপিস ম্যালিয়াস ককলিয়া 27. মস্তিষ্কে রক্তক্ষরণকে কি রোগ বলে? কার্ডিয়াক অ্যারেস্ট স্ট্রোক কোনটিই নয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন 28. এইচআইভি রোগের লক্ষণ নয় ডায়রিয়া া মাথাব্যথা জ্বর দুর্বলতা 29. সার্বজনীন দাতা রক্ত গ্রুপ কোনটি ? AB O A B 30. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস – শ্বসন পরিপাক খাদ্য গ্রহণ রক্ত সংবহন 31. মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ? আটটি চারটি ছয়টি দুটি Loading …