বাংলা সাহিত্য Leave a reply 1. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? ১৯০৭ ১৯০৯ ২০০৭ ১৯১৬ 2. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম? ভিমরুল অনিলাদেবী বীরবল যাযাবর 3. \’আধ্যাত্মিক\’উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্রোপাধ্যায় প্যারীচাঁদ মিএ বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় দামোদর বন্দ্যোপাধ্য্যায় 4. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ? কায়কোবাদ ভুসুকুপা গোবিন্দ দাস কাহুপা 5. সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণচন্দ্র মজুমদার মদনমোহন তর্কালঙ্কার 6. \’ঠাকুরমার ঝুলি\’কী জাতীয় রচনার সংকলন ? ছোটগল্প গ্রাম্যগীতিকা রুপকথা রুপকথা-উপকথা 7. \’কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ? বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় কাজী ইমদাদুল হক সুভাষ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্র্রোপাধ্যা 8. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ? ১৮৫২-১৯১২ ১৮৪৭-১৯১২ ১৮৫৭-১৯১১ ১৮৪৭-১৯১১ 9. রবীন্দ্রনাথের\’সোনার তরী\’কবিতা কোন ছন্দে রচিত ? মাএাবৃও অক্ষরবৃও স্বরবৃও মন্দাক্রান্তা 10. \’পাহাড়তলী\’গ্রামে জন্মগ্রহণ করেন মুকুন্দরাম চক্রবর্তী উপরের কোনটি সঠিক নয় সৈয়দ শামসুল হক শামসুর রাহমান 11. ’পূর্বাশা’পএিকার সম্পাদক ছিলেন- মুন্সী মেহেরুল্লা সঞ্জয় ভট্রাচার্য কামিনী রায় মোজাম্মেল হক 12. বাংলা সাহিত্যের আদি কবি কে? ভূসুকুপা লুইপা কাহ্নপা চেণ্ডনপা 13. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী? সাত সাগর এর মাঝি নৌফেল ও হাতেম পাখির বাসা হাতেমতাই 14. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? মুহাম্মদ খান আলাওল শাহ্ মুহাম্মাদ সগীর সৈয়দ সুলতান 15. ‘চাচা’ কাহিনীর লেখক কে? শওকত ওসমান ফররুখ আহমদ সৈয়দ মুজতবা আলী সৈয়দ সামসুল হক 16. মুসলমান নারী জাগরণের কবি ̶— ফজিলাতুন্নেছা সামসুন্নাহার বেগম রোকেয়া ফয়জুন্নেছা 17. ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে? জ্ঞানদাস দীনহীন চণ্ডিদাস বডু চণ্ডিদাস দীনচণ্ডিদাস 18. বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি? প্রভু যিশুর বানী কৃপার শাস্ত্রের অর্থভেদ মিশনারি জীবণ ফুলমনি ও করুণার বিবরণ 19. কবি আলাওলের জন্মস্থান কোথায়? চট্টগ্রামের জোব্ রা ফরিদপুরের সুরেশ্বর ফতেহাবাদ পরগনা বার্মার আরাকান 20. ‘অনল-প্রবাহ’ রচনা করেন- এয়াকুব আলী চৌধুরী মুনিরুজ্জামান ইসলামাবাদি মজাম্মেল হক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি 21. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্রপথিক ধূমকেতু বিদ্রোহী প্রলয়োল্লাস 22. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? কল্লোল কালিকলম বঙ্গদর্শন সবুজপত্র 23. ’জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ- জন+ইক জন+ঈক জনৈ+এক জন+এক 24. ’ একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ভিন্নধর্মী ডায়েরী মুক্তিযুদ্ধের বিবরন মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন 25. বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়? ১৩৫৫ বঙ্গাব্দ ১৯৫৫ খ্রি. ১৯৫২খ্রি. ১৩৫২ বঙ্গাব্দ 26. সনেট কবিতার প্রবর্তক কে? রজনীকান্ত সেন অতুলপ্রসাদ সেন মাইকেল মধুসূদন দত্ত দিজেন্দ্রজাল রায় 27. ’আব্দুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে? মোহাম্মাদ নজীবর রহমান শেখ ফযলুল করিম মমতাজ উদ্দিন আহমেদ কাজী ইমদাদুল 28. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এর নাম- কৃষ্ণ কান্তের উইল কপালকুণ্ডলা রজনী দুর্গেশনন্দিনী 29. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ? ক্রীতদাসেরহাসি জননী বনী আদম চৌরসন্ধি 30. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ? শঙ্খনীল কারাগার কাঁটাতারে প্রজাপতি আর্তনাদ জাহান্নাম হইতে বিদায় 31. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ? চিলেকোঠার সেপাই অগ্নিসাক্ষী আরেক ফাল্গুন অনেক সূর্যের আশা 32. ’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ? আব্দুল কাদির কাজী নজরুল ইসলাম বন্দে আলী মিয়া ফররুখ আহমদ 33. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ? ঝরা পালকের কবি দুর্দিনের যাত্রী ধূসর পান্ডুলিপি কবিতার কথা 34. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ? ধূমকেতু কালিকলম মাহেনও সওগাত 35. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ? ইসমাইল হোসেন সিরাজী মোতাহের হোসেন ফররুখ আহমদ মীর মশাররফ হোসেন 36. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ? ক্ষুধিত পাষাণ নষ্টনীড় মধ্যবর্তিনী একরাত্রি 37. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ? ১৮৫২সালে ১৮৩২ ১৭৫৩সালে ১৮১৭ 38. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ? নটির পূজা নবীন তপস্বিনী বেহুলা গীতাভিনয় কৃষ্ণকুমারী 39. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ? কল্কি অবতার বুড়ো শালিকের ঘাড়ে রোঁ বিয়ে পাগলা বুড়ো কিঞ্চিত জলযোগ 40. ইয়ংবেঙ্গল কী ? ইংরেজি ভাভধারাপুস্ট বাঙালি যুবক বাংলাভাষা শিখার্থী ইংরেজ একটি সাময়িক পত্রের নাম একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম 41. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ? সংবাদ প্রভাকর বঙ্গদর্শন তত্তবোধিনী দিক্দর্শন 42. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ? ত্রয়োদশ শতকে নবম ষোড়শ শতকে উনিশ শতকে 43. লোকসাহিত্য কাকে বলে ? গ্রামিণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে 44. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ? শ্রী রাধার ননদিনী জনৈক গোপবালা শ্রী রাধার শাশুড়ি রাধাকৃষ্ণের প্রেমের দূতী 45. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ? নবদ্বীপের বর্ধমানের বৃন্দাবনের মিথিলার 46. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ? কানাহরি দত্ত মুকূন্দারাম চক্রবর্তী বিজয় গুপ্ত ভারতচন্দ্র রায়গুনাকার 47. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ? সুদূর চীন দেশ থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে আরাকান রাজগ্রন্থাগার থেকে 48. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন বিদ্রোহী প্রলয়োল্লাস আনন্দময়ীর আগমনে নারী 49. ’ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে ? চণ্ডীদাস ভারতচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর ভানু বন্দোপাধ্যায় 50. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? মৃত্যুক্ষুধা আলেয়া ঝিলিমিলি মধুবালা Loading …