রাস টক্স পানিবসন্তের একটি ভালো ঔষধ। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ সিহর থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী থাকে যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, জ্বালাপোড়া, চুলকানি ইত্যাদি। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। এতে ঔষধের একশান নষ্ট হয়ে যায়।
Rhus toxicodendron – রাস টক্স
Leave a reply