Tag Archives: Laches

Lachesis – ল্যাকেসিস

Lachesis – ভাইপার / লাঞ্চহেডেড / চুরুকুকু সাপের বিষ হতে প্রস্তুত। প্রাকৃতিক অবস্থা : অফ দিয়া । পরিবার : ক্রোটালিডেই ।

(মাসিক বন্ধ থাকা, ঋতুস্রাব না হওয়া) ল্যাকেসিসের লক্ষণ হলো পিরিয়ড শুরু হলে নাক থেকে রক্তক্ষরণ এবং মাথা ব্যথা ভালো হয়ে যায়।

Lachesis – ল্যাকেসিস গ্যাংগ্রিনের আরেকটি শ্রেষ্ট ঔষধ। সাপের বিষ থেকে তৈরী এই ঔষধটির প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থান নীলচে অথবা বেগুনি রঙ ধারণ করে, অল্প একটু কাটা থেকে প্রচুর রক্ত যায়, বেশী ভাগ ক্ষেত্রে রোগ প্রথমে শরীরের বাম পাশে আক্রমণ করে এবং সেখান থেকে ডান পাশে চলে যায়, সাংঘাতিক ব্যথার কারণে আক্রান্ত স্থান স্পর্শই করা যায় না, ঘুমের মধ্যে রোগের মাত্রা বৃদ্ধি পায়, বেশী বেশী কথা বলে, হিংসুটে স্বভাবের ইত্যাদি ইত্যাদি।

Lachesis – লোকেরা বিষ খাওয়ায়ে হত্যা করবে, ঔষধ খেতে অস্বীকার করা, অতিপ্রাকৃত কেউ তাকে নিয়ন্ত্রণ করছে মনে করা, সারাক্ষণ বকবকানিতে ব্যস্ত, মিনিটে মিনিটে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে, হিংসাত্মক মানসিকতা, কল্পনায় হাতি-ঘোড়া মারার বক্তৃতা, গরমকাতরতা, রাতের বেলা বৃদ্ধি ইত্যাদি লক্ষণযুক্ত মানসিক অসুস্থতায় ল্যাকেসিস ঔষধটি প্রযোজ্য। ২০০ শক্তি থেকে খাওয়ানো শুরু করে ক্রমান্বয়ে উচ্চশক্তিতে যান।

 

 

সরাসরি online থেকে ঔষধ ক্রয় করুন !