কম্পিউটার ভাইরাস এখন মানব দেহে !
ব্রিটিশ বিজ্ঞানী ড. মার্ক গ্যাসন তিনি কম্পিউটার ভাইরাস আক্রান্ত প্রথম মানব। অবশ্যই সেচ্ছায় তিনি এ ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি ব্রিটিশ ‘রিডিং ইউনিভার্সিটি এর অধ্যাপক। ড. মার্ক গ্যাসেন একটি ইলেক্ট্রিক RFID চিপে বেশকিছু ভাইরাস ইন্সটল করেন এবং পরে চিপটি অপারেশন এর মাধ্যমে তার হাতের মাংশ পেশীতে স্থাপন করেন। এই ভাইরাস ড. মার্ক গ্যাসেন কে কিছু পাওয়ার এনে দিয়েছে। যেমন যেসব দরজা বায়োমেকানিক্যাল কার্ড পাঞ্চ করে খুলতে হয় সেসব দরজার কাছে উনি দারালে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে, এছারা আর একটা মজার ব্যাপার হলো তার হাতে কোন সুইচ অফ মোবাইল এলে তা অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এটি ইমপ্লান্টেড টেকনোলজি জগতের এক বিষ্ময়কর ঘটনা।
Leave a comment
You must be logged in to post a comment.