বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কোথায় থাকেন ?
বিশ্বে ২ হাজার ৩২৫ জন বিলিয়নেয়ার আছেন বলে জানা গেছে ওয়েলথ-এক্স অ্যান্ড ইউবিএস-এর সর্বশেষ জরিপ থেকে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের সম্পদ, যা বিশ্বের মোট জিডিপির প্রায় চার ভাগ। এ বিলিয়নেয়ারদের সিংহভাগ ইউরোপে থাকেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
কমপক্ষে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার অর্থমূল্যের সম্পদ রয়েছে এমন ব্যক্তিদেরই এ হিসাবে ধরা হয়েছে। দেশের দিক দিয়ে যুক্তরাষ্ট্রে বিলিয়নেয়ারদের সংখ্যা বেশি। ২০১৪ সালের হিসাবে সে দেশটিতে বাস করেন ৫৭১ জন বিলিয়নেয়ার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। সে দেশটিতে ১৯০ জন বিলিয়নেয়ার বাস করেন। এরপর রয়েছে যুক্তরাজ্য (১৩০), জার্মানি (১২৩), রাশিয়া (১১৪), ভারত (১০০), সুইজারল্যান্ড (৮৬), হং কং (৮২), ব্রাজিল (৬১), সৌদি আরব (৫৭), ফ্রান্স (৪৬), সংযুক্ত আরব আমিরাত (৪৬), কানাডা (৩৮), তুরস্ক (৩৮), ইতালি (৩৩), জাপান (৩৩), স্পেন (৩২), অস্ট্রেলিয়া (৩২), সিঙ্গাপুর (৩২), তাইওয়ান (২৯), মেক্সিকো (২৭), নেদারল্যান্ডস (২৫), দক্ষিণ কোরিয়া (২১), চিলি (২১), অস্ট্রিয়া (২০), ইন্দোনেশিয়া (১৯), ইউক্রেন (১৮), লুক্সেমবার্গ (১৭), থাইল্যান্ড (১৭), নরওয়ে (১৫), সুইডেন (১৪), ইসরায়েল (১৪), মিশর (১৩), ফিলিপাইন (১৩), মালয়েশিয়া (১২), কুয়েত (১২), নাইজেরিয়া (১১), গ্রিস (১১), ডেনমার্ক (১১) ও দক্ষিণ আফ্রিকা (১০)। বাকি বিশ্বে রয়েছেন ১৩১ জন বিলিয়নেয়ার।
মহাদেশ হিসেবে ইউরোপ মহাদেশে ৭৭৫ জনবিলিয়নেয়ার রয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ। এর পরের স্থান উত্তর আমেরিকার। সেখানে ৬০৯ জন বিলিয়নেয়ার রয়েছেন। তবে এ উভয় মহাদেশের বিলিয়নেয়ারদের সম্পদের দিক দিয়ে তুমুল প্রতিযোগিতা হয়েছে। কারণ ইউরোপের বিলিয়নেয়ারদের মোট সম্পদ ২ দশমিক ৩৭৫ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে উত্তর আমেরিকার বিলিয়নেয়ারদের মোট সম্পদের মূল্য ২ দশমিক ৩৭১ ট্রিলিয়ন ডলার। ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়াতেও প্রচুর বিলিয়নেয়ার বাস করেন।
বিলিয়নেয়ারদের সম্পদের বিষয়েও চমকপ্রদ তথ্য উঠে এসেছে জরিপটিতে। এতে প্রকাশিত হয়েছে বিলিয়নেয়ারদের সম্পদের শতকরা প্রায় ১৯ ভাগ অর্থ তাদের হাতে রয়েছে। এ ছাড়াও পাঁচ ভাগ রয়েছে চিত্রকর্মের মতো মূল্যবান সংগ্রহ, ইয়ট বা বাড়িঘর। তাদের বাকি অর্থ রয়েছে ব্যাংকিং ব্যবস্থা ও নানা বিনিয়োগে লগ্নিকৃত অবস্থায়।
Leave a comment
You must be logged in to post a comment.