গোমূত্র এখন অনলাইনে
এখন অনলাইনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গোমূত্র। এছাড়া রয়েছে গোবর এবং ঘুঁটে। আমাজনে পাওয়া যাচ্ছে অগণিত ব্র্যান্ডের কোনোটি ‘হার্বাল গোমূত্র’, কোনোটি ‘গোমূত্র আরক’।
তবে মনে প্রশ্ন জাগতে পারে কোন কাজে লাগে এই গোমূত্র? না, এসব গোমূত্র খেয়ে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সেবন করার জন্য এসব গোমূত্র।
এসব অনলাইন শপের দাবি গোমূত্র দিয়ে নাকি ক্যানসার আর কুষ্ঠের মতো রোগ সারানো সম্ভব। এ ছাড়াও গোমূত্রের রয়েছে আরও নানা উপকারিতা।
তবে প্রশ্ন হচ্ছে যদি গোমূত্রের মাধ্যমে এসব জটিল রোগ সারে তাহলে তো আর হাসপাতাল বা চিকিৎসকের দরকার নেই।
শুধু তাই নয়, এখন শ্মশানের যাবতীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে অনলাইনে। শুধু অর্ডার দিলেই হাতে এসে যাবে লাঠি, কাতান, কেরোসিনের, দেশলাই, লাশ বেঁধে রাখার জন্য খুঁটি, দড়ি।
এছাড়া ডিজিটাল ভারতে অনলাইনেই পাওয়া যাবে হরিদ্বারের বা গঙ্গোত্রীর গঙ্গাজল। মাথায় ঢালুন আর লেগে পড়ুন। ভারতে এখন সবকিছুই অনলাইনে।
Leave a comment
You must be logged in to post a comment.