• ad-5
    হোমিওপ্যাথি বিডি.কম ওয়েব সাইটে আপনি কি নতুন ? তা হলে এখানে ক্লিক করুন । হোমিওপ্যাথি বিডি.কম সাইট থেকে উপাজিত অর্থের এক অংশ গরীব দূঃখীদের জন্য ব্যায় করা হয় । একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।

ধূমপানের নেশা ছাড়ার জন্য হোমিওপ্যাথি ঔষধ

এই পোষ্টটি সংরক্ষণ করা অথবা পরে পড়ার জন্য নিচের Save to Facebook বাটনে ক্লিক করুন ।

Smoking and its homeopathic cure (ধূমপান) :- ধূমপান মানবজাতির জন্য মনে হয় সবচেয়ে বড় অভিশাপ। আজকের দুনিয়ায় ক্যানসার, যক্ষ্মা, হাঁপানি, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের মহামারীর পেছনে ধূমপানের ভূমিকাই সবাধির্ক। বলা হয়ে থাকে যে, ধূমপানের নেশা ছাড়া যায় না। কিন্তু তাহা একেবারেই সত্যি নয়। উপযুক্ত হোমিও চিকিৎসা অবলম্বন করলে এই নেশা সহজেই দূর হয়ে যায়। নীচে বণির্ত র্তিনটি ঔষধের সাহায্যে সহজেই ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে পারেন। প্রয়োজনে একজন হোমিও স্পেশালিষ্টের সাহায্য নিন।

Tabacum : টেবেকাম নামক ঔষধটিও ধূমপানের নেশা দূর করতে সাহায্য করে। তামাক পাতার রস থেকে তৈরী করা এই ঔষধটি তামাকের নেশা দূর করার একটি সেরা ঔষধ। এটিও একই নিয়মে খেতে পারেন।

China officinalis : ধূমপানের নেশা ছাড়াতে আরেকটি উৎকৃষ্ট ঔষধ হলো চায়না। এটি খুব সেনসেটিভ লোকদের ঔষধ। ফলে এটি কয়েক সপ্তাহ খেলে দেখবেন সিগারেট আপনার সহ্যই হচ্ছে না। এটি Q, ৩, ৬, ৩০ ইত্যাদি যে-কোন শক্তিতে খেতে পারেন ; তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ পাঁচ ফোটা করে সকাল-সন্ধ্যা দু’বার।

Staphisagria : বিড়ি-সিগারেট অর্থাৎ ধূমপানের নেশা ছাড়াতে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। এটি ধূমপানের প্রতি আকর্ষণ কমিয়ে দিয়ে সেটি বন্ধ করতে সাহায্য করে। এটি Q, ৩, ৬, ৩০ ইত্যাদি যে-কোন শক্তিতে খেতে পারেন ; তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ পাঁচ ফোটা করে সকাল-সন্ধ্যা দু’বার।

[ ভাল লাগলে পোস্টে অবশ্যই কমেন্ট বা শেয়ার করুন , শেয়ার বা কমেন্ট দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই শেয়ার করুন । ]

ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

-
namaj.info bd news update 24 short film bd _Add
.

নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! ফোন : 01951 53 53 53 ( BD Time 10AM - 5PM )
হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।
হোমিওপ্যাথি বিডি.কম ওয়েবসাইটের প্রকাশিত কোনও লেখা, সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।