মেয়েদের জন্য পোস্ট : ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন তার নাম ‘ টেম্পুন ‘
ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন তার নাম ‘টেম্পুন’। এটি স্যানিটারী প্যাডের অন্যতম বিকল্প।
স্যানিটারী প্যাডসমুহ অনেক সময় ভালো ফিটিং হয় না এবং তা পরিবহন এং চেঞ্জেও অসুবিধা। তাই টইয়াম্পুন ব্যবহারের সুবিধা অনেক। বাইরের দেশগুলোতে স্যানিটারই প্যাড এখন আর ব্যবহার হয় না। ট্যাম্পুনের সুবিধাগুলো হলো-
*এটির শোষণ ক্ষমতা অনেক বেশি
* এটার ফিটিং ভালো
* এটির সাইজ ছোট বলে একসাথে অনেকগুলো ব্যাগে রাখা যায়
ব্যবহারের কৌশলঃ
এটি ব্যবহারের আগে আগে চেয়ারে বসুন। দু’পা ফাঁক করে ট্যাম্পু্নটি যোনীমুখে স্থাপন করুন। এরপর এর গোড়ায় আঙ্গুল দিয়ে চাপ দিন। তা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। এর বাইরের সুতাটি বাইরে থাকবে। ট্যাম্পুন পরা অবস্থায় চলাফেরায় আপনার মোটেও অসুবিধা হবে না। ট্যাম্পুনটি সম্পূর্ন রক্তপূর্ণ হলে সুতাটি টেনে ট্যাম্পুন বের করে আনুন।
মনে রাখবেন, ট্যাম্পুন ব্যবহারের মোটেও আপনার সতীচ্ছদ বা হাইমেন ছিড়বে না।
[ ভাল লাগলে পোস্ট টি অবশ্যই কমেন্ট বা শেয়ার করুন , শেয়ার বা কমেন্ট দিলে আমাদের কোনো লাভ অথবা আমরা কোনো টাকা পয়সা পাই না, কিন্তু উৎসাহ পাই, তাই অবশ্যই শেয়ার করুন । ]
ট্যাম্পুন কোথায় পাওয়া যায়? জানালে খুশি হব