আফিম বা পপি
আফিম বা পপি (ইংরেজি: Opium poppy) (বৈজ্ঞানিক নাম: Papaver somniferum) থেকে আফিম এটি তৈরি হয়। সব পপি ফুল থেকেই মাদক দ্রব্য তৈরি হয় না, পপি ফুলের আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে যা বাগানে শোভা পায়। নিরীহ দর্শন এই গাছটি একটি মাদক দ্রব্যের গাছ। ফল যখন পরিপক্ক হয় তখন ব্লেড দিয়ে ফলে গায়ে গভীর করে আচর দেওয়া হয়। ফলে ৫ থেক ছয় ঘণ্টা পর এর ফল থেক কষ বের হয় এবং চাষীরা তা সংগ্রহ করে এটাই হলো আজিমের কাঁচামাল।। এর পর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অন্যান্য উপজাত জৈব রাসায়নিক দ্রব্য বানানো হয়। এটি থেকে হিরোইন ছাড়াও মরফিন পাওয়া যায়, যা ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়।
Leave a comment
You must be logged in to post a comment.