চাকুন্দা
বন চাকুন্দা (বৈজ্ঞানিক নাম:Senna tora) হচ্ছে Fabaceae পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। এর ইংরেজি নাম Sickle Senna, Sickle Wild sensitive-plant বাংলাদেশে আমাদের আশে পাশে এটি অযত্নে অবহেলায় বেড়ে উঠে। হেমন্তকালে এটি সাধারণত ফুল দেয়।
লোক চিকিৎসায় এটি ব্যবহার হতে দেখা যায়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। অঞ্চলবিশেষে এটি চেকান্দা নামে পরিচিত। এর পাতা আম আঁটির ভেঁপু বানাতে কাজে লাগানো যায়। গাছটি ন্যূনাধিক দু-তিন ফুট উঁচু হয়।
চাকুন্দার ঔষধি গুণাগুণ
কুষ্ঠরোগে : চাকুন্দা পাতা ও মূল ভালো করে সেদ্ধ করে সেই প্রতিদিন সেবন করলে ও এর শিকড় বেটে ঘিয়ের সাথে কুষ্ঠ ক্ষতে লাগালে কুষ্ঠ রোগ ভালো হয়।
তড়কা নিরাময়ে : তাড়কা শিশুর রোগ। এই রোগ হলে চাকুন্দা ফলের বীজ গুড়ো করে দুধের সাথে শিশুকে খাওয়ালে তাড়কা রোগ ভালো হয়।
ফোঁড়া সারাতে : ফোঁড়া হলে চাকুন্দা পাতা বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিলে ফোঁড়া ভালো হয়।
কৃমি প্রতিরোধে : কৃমি হলে চাকুন্দার বীজ চূর্ণ্ করে মধুর সাথে মিশিয়ে সেবন করলে কৃমি বেরিয়ে আসে।
কাশি হলে : খুব কফ হলে চাকুন্দা পাতা সেদ্ধ করে পানি হালকা গরম অবস্থায় খেলে উপকার পাওয়া যায়।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
---|---|
জগৎ: | Plantae |
(শ্রেণীবিহীন): | Angiosperms |
(শ্রেণীবিহীন): | Eudicots |
(শ্রেণীবিহীন): | Rosids |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
উপপরিবার: | Caesalpinioideae |
গোত্র: | Cassieae |
উপগোত্র: | Cassiinae |
গণ: | Senna |
প্রজাতি: | S. tora |
দ্বিপদী নাম | |
Senna tora (L.) Roxb. |
|
প্রতিশব্দ | |
Numerous, see text |
Leave a comment
You must be logged in to post a comment.