আত্রাইয়ে শিশু শ্রমিক মজুরী বৈষম্যের শিকার! কেউ নেই দেখার

নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন হাট-বাজার কর্মস্থলে হাজার হাজার শিশু শ্রমিক অধিকার বঞ্চিত হয়ে মজুরী বৈষম্যের শিকার হচ্ছে। পানির দামে তাদের শ্রম বিক্রি হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘন। এ উপজেলায় হতদরিদ্র এসব শিশু পরিবারের অভাব মেটাতে শ্রম বিক্রিতে নেমেছে।

অনেক শিশু পিতা হারা, অনেকে এতিম, অনেকের পিতা কর্মক্ষমসহ নানা কারণে শিশু শ্রমিক দিন দিন বেড়ে চলেছে মাত্রাতিরিক্ত হারে। উপজেলার হোটেল, রেস্টুরেন্ট, মিনি গার্মেন্টস, কাঠের ফার্নিচার, মিল চাতাল, ওয়েল্ডিং, মোটর সাইকেল গ্যারেজ, নির্মাণ শ্রমিক, বেকারী কৃষি কাজ সহ অনেক প্রতিষ্ঠানে বড়দের পাশাপাশি কয়েক হাজার শিশু শ্রমিক অমানবিক শ্রম দিয়ে যাচ্ছে।

স্কুলের লেখাপড়া ছেড়ে সংসারের অভাবের তাড়নায় অমানবিক হাড়ভাঙ্গা শ্রম দিচ্ছে শিশু শ্রমিক। কাজে কোন ক্রটি হলেই অমানবিক নির্যাতনের শিকার হতে হয় এদের। সারাদিন খেটে মাত্র ৪০-৫০ টাকা পেয়ে থাকে ঘাম ঝরা শ্রমের দাম।
সরকার দেশের অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতার নানামুখি কর্মসূচী বহাল রাখলেও সংশিষ্টদের অনিয়ম দুর্নীতির কারণে এর প্রভাব এসে পড়ে অসহায় শিশু শ্রমিকের উপর দুস্থদের কল্যাণে সরকারী সাহায্য সহযোগিতার সঠিক ব্যবহারসহ সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে আসলে শিশু শ্রম দুর করা সম্ভব বলে বিশেজ্ঞদের অভিমত।

homeopathybd
ঔষধী গাছ

Leave a comment

namaj.info bd news update 24 short film bd _ Add
. -
*** নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট । ***